সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প, একই সময়ে ইরাক-ইরানেও কম্পন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৩

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় ভূমিকম্পে কেঁপে উঠেছে জনপদটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪।
শনিবার দেশের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক কম্পনটি রেকর্ড করে বলে জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস)। এ তথ্য নিশ্চিত করেছে সৌদি গেজেট।

এসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে।

এদিকে একই সময়ে ইরাক ও ইরানেও অনুভূত হয়েছে আরেকটি শক্তিশালী ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০৯।

হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম সক্রিয় অগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top