বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিকৃতভাবে বোরকা পরে আসায় সিনেটর পলিন হ্যান্সন বরখাস্ত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫২

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিনেটর পলিন হ্যান্সনকে মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকা নিষিদ্ধের দাবি জানাতে গিয়ে পার্লামেন্টে বিকৃতভাবে বোরকা পরে উপস্থিত হওয়ায় এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) তার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান অন্যান্য সিনেটররা। পরে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে বরখাস্তের সিদ্ধান্ত নেয় সিনেট—খবর বিবিসি

অভিবাসন-বিরোধী ওয়ান নেশন পার্টির কুইন্সল্যান্ডের এই সিনেটর জনসমক্ষে মুখঢাকা পোশাক নিষিদ্ধ করতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন। এর অংশ হিসেবে তিনি এদিন একটি সংশ্লিষ্ট বিল উত্থাপন করতে চান। তবে সিনেট তার বিল উত্থাপনে বাধা দিলে তিনি প্রথমে পার্লামেন্ট ত্যাগ করেন এবং অল্পক্ষণ পরই কালো বোরকা পরে আবারও পার্লামেন্টে প্রবেশ করেন। এর আগেও ২০১৭ সালে তিনি বোরকা পরে পার্লামেন্টে এসেছিলেন।

তার এই আচরণকে ‘বর্ণবাদী প্রদর্শন’ বলে তীব্র নিন্দা জানান মুসলিম গ্রিনস সিনেটর মেহরিন ফারুকী। তিনি বলেন, “এটি একজন বর্ণবাদী সিনেটরের ন্যক্কারজনক বর্ণবাদ প্রদর্শন।”

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সরকার দলীয় সিনেট নেতা ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং হ্যান্সনের বিরুদ্ধে তিরস্কারের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, হ্যান্সন বহু বছর ধরে ‘প্রতিবাদের নামে কুসংস্কার ছড়াচ্ছেন’ এবং অস্ট্রেলিয়ার মুসলমানদের প্রতি স্পষ্ট অসম্মান দেখাচ্ছেন।
৫৫–৫ ভোটে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে বলা হয়, হ্যান্সনের উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে মানুষকে অপদস্থ ও উপহাস করা।

ঘটনার পর হ্যান্সন ফেসবুকে লেখেন—
“যদি তারা চায় আমি এটি না পরি—তবে বোরকা নিষিদ্ধ করুক।”

হ্যান্সন পূর্বেও বর্ণবাদী বক্তব্যের জন্য সমালোচিত ছিলেন। ১৯৯৬ সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে তিনি বলেছিলেন দেশটি ‘এশীয়দের দ্বারা প্লাবিত হওয়ার ঝুঁকিতে’ আছে এবং ২০১৬ সালে সিনেটে দাবি করেন দেশটি ‘মুসলমানদের দ্বারা প্লাবিত হওয়ার ঝুঁকিতে’ রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top