বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ফিলিস্তিন দাবি

গত দুই বছরে গাজায় ৩৩ হাজার নারী ও কন্যাশিশুকে হত্যা করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫৪

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে অভিযোগ করেছে, গত দুই বছরে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কমপক্ষে ১২,৫০০ নারী ও ২০,০০০ কন্যাশিশুকে হত্যা করেছে। বিবৃতিতে বিশেষভাবে নারী ও শিশুদের ওপর পরিচালিত এই অপরাধকে ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইসরায়েল ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে জাতিগত নিধন, অতিরিক্ত বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, নির্বিচার আটক, শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা, ঘরবাড়ি ধ্বংস এবং জমি দখলসহ একাধিক অপরাধ চালাচ্ছে। এছাড়া আধুনিক নজরদারি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ মনস্তাত্ত্বিক আক্রমণ চালানো হচ্ছে।

গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় ৭০,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০ আহত হয়েছেন। দুই বছরের এই সংঘর্ষে গাজার অধিকাংশ ভবন, সড়ক ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে, অবৈধ দখল ও সহিংসতা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জরুরি উদ্যোগ নেওয়া হোক।

মারিয়া হাসিবা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top