বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

থাইল্যান্ডে ৩০০ বছরের রেকর্ড বৃষ্টিতে বন্যা, নিহত ৩৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪২

সংগৃহীত

দক্ষিণ থাইল্যান্ডের দশটি প্রদেশ বর্তমানে রেকর্ড বন্যায় বিপর্যস্ত। গত সপ্তাহে সৃষ্ট এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। এই ভয়াবহ বন্যার প্রধান কারণ হলো চরম বৃষ্টিপাত। মালয়েশিয়া সীমান্তবর্তী হাত ইয়াই শহরে একদিনে রেকর্ড করা হয়েছে ৩৩৫ মিলিমিটার বৃষ্টি, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ।

দুর্গত এলাকার বেশিরভাগ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছে। স্বেচ্ছাসেবক দলগুলি সাহায্যের জন্য হাজার হাজার ফোন কল পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে খাবার ও জলের সংকটের কথা তুলে ধরে জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।

সংকট মোকাবিলায় থাই সামরিক বাহিনী একটি বিমানবাহী রণতরী এবং ১৪টি নৌকার বহর পাঠাচ্ছে। এই বহর প্রতিদিন তিন হাজার মানুষকে খাবার সরবরাহ করতে সক্ষম। প্রয়োজনে রণতরীটিকে ভাসমান হাসপাতালেও রূপান্তর করা হবে।

সরকার সোংখলা প্রদেশকে (যেখানে হাত ইয়াই শহর অবস্থিত) দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে। পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে নৌকা, উঁচু চাকার ট্রাক এবং জেট স্কি ব্যবহার করা হচ্ছে।

শুধু থাইল্যান্ড নয়, প্রতিবেশী ভিয়েতনাম ও মালয়েশিয়াও এই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত। ভিয়েতনামে মৃতের সংখ্যা ৯৮ এবং মালয়েশিয়ায় ১৯ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top