লেবাননে মানবপাচার দলের ৩ সদস্য আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১৭:৩৪

ফাইল ছবি

লেবাননে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানব পাচার দলের ৩ সদস্যকে আটক করে অভ্যান্তরীণ নিরাপত্তা বাহীনি (আইএসএফ)।

গ্রেপ্তারকৃতরা ত্রিপলির আল-আবদেহ উপকূল এলাকা দিয়ে সাইপ্রাসে মানব পাচার করে আসছিল। আটককৃতদের ২ জন লেবানিজ লাগরিক ও একজন সিরিয়ান নাগরিক।

নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে নামে আইএসএফ। অবশেষে তারা অপরাধীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। তাদের বৈরুত, দিনিহ শহর ও আক্কারের বেবনিন থেকে গ্রেফতার করা হয়। এ সময় দিনিহ শহর ও আক্কার থেকে গ্রেপ্তারকৃত ২ জনের কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে।

গ্রেপ্তারকৃতদের বিচার বিভাগের কাছে সোপর্দ করা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top