সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন কবীর

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর, শনিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।

ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশ নিতে স্থানীয় মানুষজনের ঢল নামে। অনেকেই নিজেরা ইট হাতে নিয়ে উপস্থিত ছিলেন। এ অবস্থায় মুর্শিদাবাদ জেলায় প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয় এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বেলডাঙা থানাসহ আশপাশের এলাকায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, “আমি আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কোনো রাজনৈতিক বক্তব্য বা দলীয় পতাকা থাকবে না। আমরা ধর্মপ্রাণ মুসলমানদের অর্থায়নে তিন বছরের মধ্যে মসজিদ নির্মাণ শেষ করব।”

স্থানীয় এবং সামাজিক পর্যায়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top