হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। একই সঙ্গে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর বাংলাদেশে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, তা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি গুরুত্বারোপ করেন।
এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংযম, দায়িত্বশীল আচরণ এবং ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরা হয়েছে। শার্লি বচওয়ে বলেন, এই সংকটময় সময়ে শান্ত থাকা এবং সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বানে তিনি নিজেও একাত্মতা প্রকাশ করছেন।
এদিকে, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়।
ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মহাসচিব এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।