সৌদি আরবে বড় পরিবর্তন: এখন মদের দোকানে ঢুকতে পারবেন বিদেশিরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬
রক্ষণশীল অবস্থান থেকে আরও এক ধাপ সরে এলো সৌদি আরব। এবার অমুসলিম উচ্চ আয়ের বিদেশি বাসিন্দাদের জন্য মদ বিক্রির নিয়ম আরও শিথিল করেছে দেশটি।
রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত দেশটির একমাত্র মদের দোকানে এখন দেখা যাচ্ছে মানুষের দীর্ঘ সারি। আগে শুধু অমুসলিম কূটনীতিকদের অনুমতি থাকলেও এখন 'প্রিমিয়াম রেসিডেন্সি' প্রাপ্ত ধনী বিদেশিরাও সেখানে ঢুকতে পারছেন।
তবে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া। ভেতরে ক্যামেরা বা স্মার্টফোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কারও চোখে স্মার্ট চশমা আছে কি না, তাও পরীক্ষা করা হচ্ছে। আয়ের প্রমাণপত্র দেখিয়েই কেবল মিলছে প্রবেশের সুযোগ।
মূলত তেলের ওপর নির্ভরতা কমাতে এবং বিদেশি বিনিয়োগ ও পর্যটন বাড়াতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সামাজিক সংস্কারের পথ বেছে নিয়েছেন। তবে সৌদি নাগরিক ও সাধারণ প্রবাসীদের জন্য মদ কেনা এখনও নিষিদ্ধ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।