বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

রক্তাক্ত বেকবাগান: বাংলাদেশে দিপু হত্যার প্রতিবাদে তুলকালাম

বাংলাদেশ হাই কমিশন অভিযানে ধুন্ধুমার! দিল্লি ও কলকাতায় উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

সংগৃহীত

রণক্ষেত্র কলকাতা! শঙ্খনাদ আর ত্রিশূল হাতে গেরুয়া মিছিল আটকাতে লাঠিচার্জ পুলিশের। বেকবাগানে ঝরল রক্ত, জ্বলল আগুন।

বাংলাদেশে হিন্দু যুবক দিপুকে নৃশংসভাবে খুন ও পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার শিয়ালদহ থেকে মিছিল শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মিছিলটি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার পথে বেকবাগানে পুলিশ বাধা দিলে শুরু হয় তুমুল সংঘর্ষ।

পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লালবাবা। পুলিশের বিরুদ্ধে বর্বরতা ও সন্ন্যাসীদের ওপর হামলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। বেশ কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।

শুধু কলকাতা নয়, দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনেও তীব্র বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু মহাসভা। সেখানেও পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top