নতুন প্রেমের গুঞ্জনে বিল গেটসকন্যা,শৈশবের বন্ধুর সঙ্গেই ঘনিষ্ঠতার ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪২
বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রযুক্তি সাম্রাজ্যের উত্তরাধিকারী হলেও নিজের জীবন নিজের মতো করেই গড়ে তুলছেন বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। ব্যক্তিগত সিদ্ধান্ত ও জীবনযাপন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নতুন প্রেমের গুঞ্জনে আবারও খবরের শিরোনামে উঠে এলেন ২৩ বছর বয়সী ফোবি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি গেটস। ছবিতে তার শৈশবের বন্ধু চ্যাজ ফ্লিনের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে একটি মাত্র লাভ ইমোজি ব্যবহার করলেও, তাতেই নেটদুনিয়ায় শুরু হয় জোর আলোচনা।
পোস্টটি প্রকাশের পরপরই অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ তাদের নতুন সম্পর্কের জন্য অভিনন্দন জানান, কেউ আবার মজা করে লেখেন—‘পুরোনো ভালোবাসা যেন এবার স্থায়ী হয়।’
জানা গেছে, ফোবি ও চ্যাজ একই স্কুলে পড়াশোনা করেছেন। শৈশব থেকেই তাদের বন্ধুত্ব, এমনকি এক সময় স্বল্প মেয়াদি সম্পর্কে ছিলেন দুজন। দীর্ঘ বিরতির পর সেই পুরোনো সম্পর্কই নতুনভাবে ফিরে এসেছে বলে ধারণা করছেন অনেকেই। এক সাক্ষাৎকারে ফোবি নিজেই জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকেই চ্যাজকে চেনেন তিনি।
এর আগে ফোবি গেটসের প্রেম নিয়ে আলোচনা হয়েছিল ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে। ২০২৩ সালের শেষ দিকে তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যায় এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফোবি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তবে ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানেন দুজন।
নতুন করে শৈশবের বন্ধুর সঙ্গে ফোবির ঘনিষ্ঠতার ইঙ্গিত নিয়ে এখন সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।