শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১০

সংগৃহীত

ইয়েমেনে সৌদি আরবের সমর্থনপুষ্ট দেরা আল-ওয়াতান (নেশনস শিল্ড) বাহিনীর ভেতরে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। হাদরামাউত সীমান্তের কাছে বাহিনী মোতায়েনের একটি প্রস্তাবকে কেন্দ্র করে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বাহিনীর কয়েকজন দক্ষিণাঞ্চলীয় কমান্ডার প্রস্তাবিত মোতায়েন নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এতে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সঙ্গে সরাসরি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।

সূত্র জানায়, ওই কমান্ডারদের মতে, দেরা আল-ওয়াতান বাহিনী মূলত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে গঠিত। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্বে জড়ানো এই বাহিনীর মূল লক্ষ্য নয় বলে তারা মনে করছেন।

জানা গেছে, দেরা আল-ওয়াতান বাহিনীতে বর্তমানে ২০টিরও বেশি ব্রিগেড রয়েছে এবং এটি আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাহিনীটি কার্যক্রম পরিচালনা করেছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে সৌদি আরব, দেরা আল-ওয়াতান বাহিনীর শীর্ষ নেতৃত্ব কিংবা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)—এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

তবে সূত্রের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীর কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে এসটিসি-সমর্থিত বাহিনী হাদরামাউতের একটি বড় অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে, যা দক্ষিণ ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তথ্যসূত্র: শাফাক নিউজ

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top