শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

এডেন সাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, নিহত ৩৪

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ২১:৩৫

এডেন সাগরে শরণার্থীবাহী নৌকাডুবি, নিহত ৩৪

আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে এডেন সাগরে শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) ভোরে এডেন সাগরের জিবুতি উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।

আইওএম এর আঞ্চলিক পরিচালক কর্মকর্তা মোহাম্মদ আবদিকের জানিয়েছেন, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যান।

তিনি বলেন, অভিবাসীদের দুর্বলতা কাজে লাগানো পাচারকারী ও চোরাচালানকারীদের বিচারের বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। তাদের কারণে অনেক লোক প্রাণ হারান। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top