দ্বিতীয়বারের মতো হজযাত্রা বাতিল করলো ইন্দোনেশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জুন ২০২১, ০৮:০৬
দ্বিতীয়বারের মতো হজযাত্রা বাতিল করলো বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার দেশটির ধর্মমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কুমাস বলেছেন, ‘মহামারির কারণে এবং হজযাত্রীদের নিরাপত্তার জন্য সরকার চলতি বছর হজযাত্রী না পাঠাতে আবারও সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি আরো বলেন, ‘এটি স্রেফ ইন্দোনেশিয়া নয়...কোনো দেশই এখনও কোটা পায়নি, কারণ সমঝোতা স্মারখ এখনও স্বাক্ষরিত হয়নি।’
ইন্দোনেশিয়ার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির অধিকাংশ মুসলিম জীবনে একবার মাত্র হজের সুযোগ পান। কারণ কোটা ব্যবস্থা অনুযায়ী ২০ বছর পর দ্বিতীয়বার হজের সুযোগ মেলে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইন্দোনেশিয়া হজযাত্রা বাতিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।