হাসপাতাল থেকে পালালেন এক ব্ল্যাক ফাঙ্গাসের রোগী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ জুন ২০২১, ২৩:০২

হাসপাতাল থেকে পালালেন এক ব্ল্যাক ফাঙ্গাসের রোগী

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক নারী পালিয়েছেন। তাকে খুঁজতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ।

জানা গেছে, ৫৫ বছর বয়সী ওই নারী কয়েকদিন আগে একাধিক উপসর্গ নিয়ে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়লে, বিষয়টি জানানো হয় তাকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শরীরে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর নার্সরা খোঁজ নিতে গিয়ে দেখেন তিনি বেডে নেই। শুরু হয় খোঁজ নেয়া। গোটা হাসপাতালেই পাওয়া যায়নি তাকে। ওই নারীর ‘উধাও’ হয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘আমাদের মেডিকেল কলেজ থেকে মিউকরমাইকোসিস সংক্রমিত এক নারী উধাও হয়ে গেছেন। সে বিষয়ে ইতোমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তার খোঁজ করছে।’

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top