কানাডার বিভিন্ন প্রদেশে আসছে পরিবর্তন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২১, ২০:৪৮

কানাডার বিভিন্ন প্রদেশে আসছে পরিবর্তন

জুলাই থেকে কানাডার বিভিন্ন প্রদেশে আসছে ব্যাপক পরিবর্তন। ইতোমধ্যে বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জুলাই থেকে নতুন কর্মপরিকল্পনা শুরু করেছে।

আলবার্টার প্রিমিয়ার জেসন কেনি বলেছেন, আলবার্টা ১ জুলাই পুনরায় খোলার পরিকল্পনার তৃতীয় পর্যায়ে চলে যাবে, যার অর্থ প্রায় সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার বিধিনিষেধ উঠিয়ে নেয়া হবে। অনুমতি দেয়া হবে ঘরে সামাজিক জমায়েতগুলোকে এবং কোনো সীমা থাকবে না বাইরের ইভেন্টগুলোর। রেস্তোরাঁ, বার এবং খুচরা আউটলেটগুলো আবারও পুরো ক্ষমতা নিয়ে চালাতে সক্ষম হবে।

তুলে নেয়া হবে প্রাদেশিক মাস্কের আদেশও। তবে জনসাধারণের যাতায়াতে পাবলিক ট্রানজিট এবং শহর-মালিকানাধীন ভবনের অভ্যন্তরে কিছু সেটিংসে এখনো মাস্কের প্রয়োজন হবে। তবে কেউ কোভিড পজিটিভ হলে তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে।

জেসন কেনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং একটি দুর্দান্ত অর্জন, তবে আমরা এখানেই থামব না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা নেব; যাতে আমরা কেবল গ্রীষ্মের জন্যই উন্মুক্ত নই, ভালোর জন্য উন্মুক্ত থাকব।

সেইসাথে, কাউকে কানাডায় ঢুকতে হলে ভ্যাকসিনেটেড হওয়ার প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে আসতে হবে। সেগুলো অবশ্যই হতে হবে কানাডার অনুমোদিত অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, ফাইজার ও মডার্নাভ্যাকসিন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top