তিউনিশিয়ায় বিক্ষোভে আটক কয়েক'শ যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ২১:১১

পুলিশের সাথে সংঘর্ষের জের ধরে তিউনিশিয়ায় আটক হয়েছে কয়েক'শ যুবক। রাজধানী তিউনিশ এবং কয়েকটি শহরে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে যুবকরা। অর্থনৈতিক বৈষম্য অবসানের দাবিতে বিক্ষোভে অংশ নেয় যুবকেরা।

রোববার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধলে সহিংসতা ছড়িয়ে পড়ে। যুবকরা ভাংচুর চালায় বিভিন্ন স্থাপনায়। এরই জের ধরে এ পর্যন্ত আটক করা হয় প্রায় আড়াইশো যুবককে। নিরাপত্তা বাহিনীর মুখপাত্র ওয়ালিদ হাকিমা জানান, রোববারের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৪২ জনকে আটক করেছে পুলিশ। রাতভর দোকান-পাট, বিভিন্ন স্থাপনা ভাংচুর এবং ব্যাংক লুটের অভিযোগে আটক করা হয় তাদের।

করোনা মহামারীর পর চরম অর্থনৈতিক সংকটে পড়ে উত্তর আফ্রিকার দেশটি। অর্থনৈতিক সংকট থেকে উত্তোরণ এবং দীর্ঘ লক ডাউনের কারণে বেকারত্ব এবং অস্থিরতা দেখা দিয়েছে তিউনিশিয়ায়। বিপ্লবের এক দশক পর গণতন্ত্রের পথে বেশ এগিয়েছে তিউনিশিয়া। তবে করোনাকালে দেশটির অর্থনৈতিক স্বক্ষমতা এবং জনসেবা খারাপের দিকে যাচ্ছে।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top