শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কানাডার রাজধানী অটোয়াতে জরুরি অবস্থা জারি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২২, ০০:৩৫

কানাডার রাজধানী অটোয়াতে জরুরি অবস্থা জারি

ট্রাকচালকদের বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে কানাডার রাজধানী অটোয়ায়। মহামারির কারণে দেশটিতে দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকরা বিক্ষোভ করছেন।

অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেন, শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চলমান বিক্ষোভ এখানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে, কানাডার ট্রাকচালকরা তাদের এই বিক্ষোভের নাম দিয়েছেন ‘ফ্রিডম কনভয়’। টিকা বাধ্যতামূলক করা ও বিধিনিষেধের প্রতিবাদ জানাতে তারা দেশটির নানা প্রান্ত থেকে হাজার হাজার ট্রাক নিয়ে আসেন অটোয়ায়। কানাডার পার্লামেন্ট ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে রাখেন। ফলে অচল হয়ে যায় অটোয়ার কেন্দ্রস্থল। বিক্ষোভে ট্রাক নিয়ে অংশ নেন হাজার হাজার চালকরা। প্রতিবাদে অনবরত হর্ন বাজাতে থাকেন তারা। ফলে এক প্রচণ্ড কোলাহলের শহরে পরিণত হয়েছে অটোয়া।

এর আগে ১৫ জানুয়ারি ট্রাকচালকদের জন্য নতুন বিধিনিষেধ জারি করে জাস্টিন ট্রুডোর সরকার। তার মধ্যে একটি হলো- যেসব ট্রাকচালক করোনাভাইরাসের টিকা নেননি, তারা সীমান্ত পথে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করলে, ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। এরপরই বিক্ষোভে নামেন ট্রাকচালকরা।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top