জম্মু-কাশ্মীর ইস্যুতে সরব রাহুল গান্ধী; রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়ার দাবি
জুনায়েদ আলী সাকী | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৯:৩৬
জম্মু-কাশ্মির রাজ্যের মর্যাদা পুনর্বহাল এবং সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন ভারতের বৃহত্তম দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার রাজ্যটির রাজধানী শ্রীনগরে এসে এমন মন্তব্য করেন তিনি।
ভারতের প্রধান বিরোধী দল নেতা রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, ‘যখনই আমরা জম্মু-কাশ্মীর ইস্যু পার্লামেন্টে বা রাজপথে তুলেছি, তখরই আমাদের কন্ঠস্বর থামিয়ে দেয়া হয়েছে’। এ সময় কেন্দ্রিয় সরকারের দমন-নিপীড়নের কঠোর সমালোচনা করেন রাহুল।
কাশ্মীরের বর্তমান অবস্থার পাশাপাশি সারা ভারতের অবস্থা তুলে ধরে বলেন, ’আজ শুধু কাশ্মীরে নয়, বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে।গণমাধ্যম সতস্য প্রকাশ করতে পারছে না। সবাইকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তিনি ও তার দল কংগ্রেস কাশ্মীরী জনগনের পাশে আছেন বলে জানান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।