আফগান সরকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬
মার্কিন প্রশাসন বলছে, আফগানিস্তানে তালেবানেরা অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পর এই নতুন মন্ত্রিসভা নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে। উদ্বেগের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানের এই মন্ত্রিসভায় কোনো নারীর নাম নেই। এছাড়া অন্তত এমন একজনকে এর সদস্য করা হয়েছে যিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সন্ত্রাসী তালিকায় রয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই মোল্লা মুহাম্মদ হাসান আখন্দ জাতিসংঘের কালো তালিকাভুক্ত এক ব্যক্তি। এছাড়া সিরাজুদ্দিন হাক্কানি নামের অপর যিনি এই সরকারে রয়েছেন, তিনিও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'এর মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র তালেবানদের অতীত কর্মকাণ্ডের কারণে শুধু মুখের কথায় ভরসা রাখতে পারছে না। বিশেষ করে মন্ত্রীসভায় নারীদের স্থান না থাকায় আফগানিস্তানে সমঅধিকার বিষয়টি বজায় থাকবে কিনা তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ ক্রমেই বাড়ছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কেয়ারটেকার সরকারের ঘোষণা দেয় তালেবান। নতুন সরকারের প্রধান হয়েছেন মোল্লা হাসান আখন্দ। আর উপ-প্রধানমন্ত্রী হয়েছেন মোল্লা মোহাম্মদ আবদুল গনি বারাদার।
তালেবানের উপ-নেতা সিরাজউদ্দিন হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আমির খান মুত্তাকি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী, রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই ভারপ্রাপ্ত উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং মোল্লা ইয়াকুব ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হবেন।
শিগগিরই অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান নিয়োগ করা হবে বলেও জানানো হয়।
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।