মানবতাবিরোধী অপরাধ করছে বিএনপি : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১৬:৩৩
বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে মানবতাবিরোধী অপরাধ করে আসছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই অপরাধের কারণে তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার(১২ডিসেম্বর) সকালে বগুড়া জেলাগুলার আদমদিঘী উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ওবায়দুল কাদের। বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা গণতন্ত্রের কথা বললেও জন্ম থেকে অগণতান্ত্রিক চর্চাই তাদের ঐতিহ্য।
ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন করে বলেন, যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?
বিএনপির অতীত ষড়যন্ত্রের কথা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ।
হিজবুল বাহারে নিয়ে যারা মেধাবী ছাত্রদের বিপথে নিয়েছিলো, অস্ত্র হাতে তুলে দিয়ে হাজার হাজার মেধাবী তরুণকে বিপথগামী করেছিলো, তারাই তো মাস্তানী করে এখন জনবিচ্ছিন্ন। মাস্তানী বিএনপির হাতিয়ার উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, তাদের রাজনীতির সাথে দেশের মাটি ও মানুষের কোন সম্পর্ক নেই।
বিএনপির সাফল্য বলতে তাদের শাসনামলে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চর দখলের মতো হল দখলের রাজনীতির তথাকথিত সাফল্য বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খনন কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
এসময় তিনি জানান, এ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল প্রকল্পের ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মত One city and two town মডেল গড়ে উঠবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা – চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপিত হবে।
১০ হাজার ৪ শত কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল।
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।