শের-ই বাংলা হাসপাতালের ইন্টার্নদের কর্মবিরতি অব্যাহত

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১৫:৫০

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দফা দাবীতে দেয়া কর্মবিরতি অব্যাহত রয়েছে। এতে করে অচল হয়ে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা।

শনিবার (১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া কর্মবিরতির দ্বিতীয় দিন আজ।

তিন দফা দাবিগুলো হলো- ১. ডা. মাসুদ খান কর্তৃক দায়েরকৃত প্রহসনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভিন্ন মাধ্যম কর্তৃক হয়রানি দ্রুত বন্ধ করা।

২. ডা. মাসুদ খান এর বিরুদ্ধে আনীত অভিযোগ এর ন্যায্য বিচার করা এবং

৩. সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারকৃত অসত্য তথ্য জন্য মানহানির বিচার করা।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর রেজিষ্ট্রার ডা. মো. মাসুদ খান ইন্টার্ন চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক ডা. তরিকুল ইসলামের নাম উল্লেখ করে আরো ৮-১০ জনের বিরুদ্ধে তার ওপর হামলা ও মারধরের অভিযোগ এনে পরিচালক বরাবরে অভিযোগ দায়ের করেন। এরপর ২২ অক্টোবর ইন্টার্ন চিকিৎসকরা মেডিকেলের সামনে ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেয়ার অভিযোগে পাল্টা অভিযোগ দায়ের করেন ডা. মাসুদ খানের বিরুদ্ধে।

এ ঘটনায় হাসপাতালের পরিচালক একটি তদন্ত কমিটি গঠন করেন। সবশেষ ৩০ অক্টোবর ডা. মাসুদ খান কোতোয়ালি থানায় ওই ইন্টার্ন চিকিৎসকদের নাম উল্লেখ করে পাল্টা মামলা করেন। মামলার খবর পেয়ে ২৯ অক্টোবর রাত ১২ টা ১ মিনিটে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের জরুরী বিভাগে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে। তারই ধারাবাহিকতায় ইন্টার্ন চিকিৎসকরা ঘোষণা দিয়ে কর্মবিরতি শুরু করে।

এনএফ৭১/জেএস/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top