রাজবাড়ীতে ছাত্রদলের কর্মী সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি
সুজন হাসান | প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১৭:০৩
রাজবাড়ীতে দফায় দফায় হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির মধ্য দিয়ে জেলা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বিএনপি কার্যালয়ে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
কর্মী সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন কেন্দ্রীয় নেতারা। এ সময় চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব বাধে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন তারা।
পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। শুরু হয় কর্মী সম্মেলন। পরিবেশ শান্ত রাখতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন নাসির।
কর্মী সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতিক কবুতর অবমুক্তকরণ শেষে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেন কেন্দ্রীয় নেতারা। এসময় সাথে সাথে চেয়ারে বসা ও স্লোগান নিয়ে দ্বন্দ বাঁধে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে। শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে বেশ কিছু চেয়ার ভাংচুর করেন তারা। দিক বিদিক ছুটতে থাকে নেতাকর্মীরা। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। শুরু হয় কর্মী সম্মেলন।
পরে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বিষয়টি নিয়ে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। সম্মেলন শেষে পুনরায় নেতাকর্মীরা বের হয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে। এসময় জনরোসের কারণে ছাত্রদল নেতা নুর ইসলামকে একটি কক্ষে প্রায় আধা ঘন্টা আটকে রাখা হয়।
পরে জেলা ছাত্রদল নেতা রুমান তাকে নিরাপদে পৌছে দেন। তবে পরিবেশ শান্ত রাখতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব বলেন, সারাদেশে কলেজ-মাদ্রাসায় ছাত্রদলের কমিটি গঠন করা হবে। এ কমিটি আগামীতে একদফা আন্দোলন সফল করতে মাঠে থাকবে। সম্মেলনে সকল বক্তা সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় নিন্দা জানান।
বিষয়: চেয়ার ছোড়াছুড়ি ছাত্রদল ছাত্রদলের কমিটি রাজবাড়ী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মো. রাকিবুল ইসলাম রাকিব মো. নাছির উদ্দিন নাসির সভাপতি সাধারণ সম্পাদক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।