সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা হবে: তারেক রহমান

Nasir Uddin | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১০:৪৩

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে তারা ক্ষমতায় গেলে জুলাই-আগস্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘঠিত গণহত্যাসহ সকল হত্যা-নির্যাতনের বিচার করবে। রোববার (১৬ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে গুম-খুন-হত্যা-নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, ‘আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তারা এদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে, সেটি হলো যে মানুষগুলো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা তাদের ওপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনে জনগণের নির্বাচিত যে সরকার হবে, তাদেরকে অবশ্যই এই যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে।’

যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তবা দেশে আবারও এ ধরনের অন্যায় সংঘটিত হতে পারে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এসব অন্যায়ের বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে, দেশের মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি, অন্যায়কারী অন্যায়কারীই এবং যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে, তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেসব রাজনৈতিক কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একইসঙ্গে জুলাই-আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, একইসঙ্গে জুলাই-আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোর বিচার ইনশাল্লাহ অবশ্যই আমরা করব।’

নির্যাতিত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা দয়া করে হতাশ হবে না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হবো। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি; অবশ্যই আমরা সক্ষম হবো, এই অন্যায়ের বিচার করতে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যতগুলো দল আছে, সবগুলো দল এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। সবাই নিশ্চয়ই যে কয়েকটি বেসিক ব্যাপার আছে—বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্র রক্ষা, মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিদের প্রতি ন্যায়বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে আমরা সবাই গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব, নিশ্চয়ই এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না।’

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার প্রত্যাশা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে ধারণ করি, প্রত্যাশা রাখি, ইনশাল্লাহ যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি, আগামী দিনে যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই।’

‘বিএনপি আমার পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ ফ্যাসিস্ট পতন আন্দোলনে গুম-খুন-হত্যা এবং জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top