৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০০:৩৬
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষা প্রতিদিন একই সময়ে আটটি কেন্দ্রে শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের বেশ কিছু শর্ত মেনে পরীক্ষায় বসতে হবে। যদি পরীক্ষাকেন্দ্রের মধ্যে কারও কাছে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়, তা হলে তাকে বহিষ্কারসহ পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ অযোগ্য বলে ঘোষণা করা হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: পিএসসি বিসিএস ৪১ তম বিসিএস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।