মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নড়িয়ায় ঐতিহ্যবাহী বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৭:৩১

সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় ১৩০ বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান আজ (সোমবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাহ উদ্দীন ছৈয়াল শিক্ষাখাতে বিশেষ অবদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশী সাংস্কৃতি সমাজ কর্তৃক স্বর্ণপদক ও স্টার অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমীন রতন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হোসেন, এবং ওসি (তদন্ত) সুকান্ত দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করে শিক্ষার্থীদের নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাহ উদ্দীন ছৈয়াল-কে ফুলের মালা পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী, তাদের অভিভাবক, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

মফিজুর রহমান রিপন,শরীয়তপুর।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top