মাত্র ২৩ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হারিয়েছে ৫ শিক্ষার্থী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ০৯:২২
                                        মাত্র ২৩ দিনের ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হারিয়েছে পাঁচজন শিক্ষার্থীকে। এর মধ্যে তিনজন বর্তমান ও দুজন সাবেক শিক্ষার্থী। এমন মর্মান্তিক ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতরা হলেন—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী হাসিবুর রহমান, ইতিহাস বিভাগের ২০১৮–১৯ সেশনের সানজিদা ইসলাম, পরিসংখ্যান বিভাগের ২০১৭–১৮ সেশনের জোবায়েদ হোসাইন, ম্যানেজমেন্ট বিভাগের ২০০৮–০৯ সেশনের আবুল কালাম এবং হিসাববিজ্ঞান বিভাগের ২০০৫–০৬ সেশনের মানজুরা আক্তার। মানজুরা আক্তারের সঙ্গে একই দুর্ঘটনায় প্রাণ হারান তার ১০ বছর বয়সী মেয়ে আয়েশা সিদ্দিকা।
ভূগোল বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পুরান ঢাকার স্টার কাবাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এরপর ৮ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনদিন জ্বরে ভোগার পর ডেঙ্গু শনাক্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সহপাঠীদের ভাষায়, সানজিদা ছিলেন বিভাগের অন্যতম মেধাবী শিক্ষার্থী।
১৯ অক্টোবর পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন খুন হন পুরান ঢাকার আরমানিটোলায় টিউশনে গিয়ে। তদন্তে জানা যায়, তার ছাত্রী বর্ষা ও তার প্রেমিক মাহির রহমান পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটায়। প্রায় ২৫ দিনের পরিকল্পনায় তারা জোবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করে। পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। জোবায়েদ জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
২৪ অক্টোবর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হিসাববিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মানজুরা আক্তার ও তার কন্যা আয়েশা সিদ্দিকা। সেদিন সকালে সুনামগঞ্জ–সিলেট মহাসড়কের ইনাতনগর এলাকায় সেঁজুতি ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীরা একে একে পাঁচজন প্রিয় মুখের অকাল প্রয়াণে শোকাহত। ক্যাম্পাসজুড়ে চলছে শোক সভা, দোয়া ও স্মরণ আয়োজন।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।