সকাল ১০টার মধ্যে জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২০:১৮

সকাল ১০টার মধ্যে জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

তালা ভেঙে প্রবেশ করে আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ কথা বলা হয়।

এতে বলা হয়, সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে হল না ছাড়লে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯ মহামারি থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সরকারি নির্দেশে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ও গত ১৯ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাবি সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে মারামারি ঘটনা ঘটে স্থানীয় এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্থীদের ওপর হামলার ঘটনা ঘটে।

ওই ঘটনার পর থেকে হল খুলে দেওয়ার দাবি করে আসছেন শিক্ষার্থীরা। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলেরই তালা ভেঙে হলে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top