জাতীয় পার্টির শতাধিক নেতা বিএনপিতে যোগদান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬, ১৮:১৫
মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের ধানের শীষ প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর পাশে যোগ দিতে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতা ও কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণদী শেখ মিয়ার হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তারা ফুলের তোড়া দিয়ে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে ছিলেন—সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ওমর বেলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান ঢালী, খাসমহল বালুচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মেম্বার, বয়রাগাদী ইউনিয়ন সভাপতি মো. বাবুল, লতব্দী ইউনিয়ন সভাপতি কার্তিক চাঁন ফকির এবং সাধারণ সম্পাদক সদাগর মাদবর।
যোগদানকারীরা ঘোষণা করেন, ধানের শীষকে নির্বাচিত করতে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে আসছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, “বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না। আমাদের রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন দলের নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে—বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক।”
শেখ আব্দুল্লাহ আরও জানান, নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত কুচিয়ামোড়া, পাথরঘাটা, রামকৃষ্ণদী গড়ে তোলা, কিশোর গ্যাং দমন, সড়ক সংস্কার ও আধুনিক মুন্সীগঞ্জ-১ গড়ে তোলা হবে।
উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, লতব্দী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, উপজেলা শ্রমিকদল সভাপতি শেখ নজরুল ইসলাম, শাহা আলী, সিরাজ মাস্টার, আলীম খান, অনু খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।