• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কুষ্টিয়ায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ০০:০৭

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৩ জন। জেলা প্রশাসকের নেতৃত্বে কুষ্টিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান।

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ ১৩ জন মারা গেছেন। এ ছাড়া এ সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬ জন। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। শনাক্তের হার ৩১ শতাংশ।

এদিকে, জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী টহল দিচ্ছে। তারা মানুষকে নানাভাবে সচেতন করারও চেষ্টা করছে। বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাক্স পরিধান না করা, বাজার, রাস্তায় সামাজিক দুরত্ব বজায় রাখাসহ ৯টি সরকারী নির্দেশনায় যৌথবাহিনী সাধারণ।

সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্যই কাজ করছে সেনাবাহিনী। সাংবাদিকদের একথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। তিনি আরও বলেন, সেনাবাহিনী সব সময় জনগণের কল্যাণে কাজ করে থাকে। অতীতেও করেছে, বর্তমানেও করছে, আগামীতেও করবে। আগেও কঠোর স্বাস্থ্যবিধি দেখেছেন এখনও দেখছেন। এরমধ্যে একটাই পার্থক্য আগে ওই সকল অভিযানে সেনাবাহিনী ছিলো না।

কিন্তু বর্তমানে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বিত শক্তি হিসাবে সেনাবাহিনী মাঠে রয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে হবে। জীবন এবং জীবিকার সমন্বয় ঘটিয়ে স্বাস্থ্যবিধি না মানার কোন বিকল্প নেই। আজ সকালে শহর পরিদর্শনকালে শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় এক ব্রিফিং এ সব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কুষ্টিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top