ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩তম জন্মবার্ষিকী
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ জুলাই ২০২১, ০৬:৩১
![ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩তম জন্মবার্ষিকী](https://newsflash71.com/uploads/shares/2021/Shahdat-2-2021-07-06-22-26-37.jpg)
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সরোদ বাদক ও সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের ৬৩ তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার নবীনগরে তিনি জন্মগ্রহণ করেন।
ঠিক ছয় মাস আগে গেল বছরের নভেম্বরে তিনি অসংখ্য সংগীতানুরাগীকে শোক ও বেদনার সাগরে ভাসিয়ে অকালে চিরতরে বিদায় নিয়েছেন। তবে তাকে স্মরণ করতে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন মরণোত্তর জন্মজয়ন্তী উদযাপন করছে।
এই প্রসঙ্গে ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশনের আহবায়ক পূরবী খান বলেন, ‘এই মহতী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সংগীত সাধনার পরম্পরা রক্ষার্থে নবগঠিত ওস্তাদ শাহাদাত হোসেন খান সংগীত ফাউন্ডেশন। যথাসময়ে উক্ত অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের এই উদ্যোগকে সার্থক করার জন্য আগ্রহী সবাইকে অনুরোধ জানাচ্ছি।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।