কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ২২ জনের মৃত্যু
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১০ জুলাই ২০২১, ০০:১৮
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ও ১০ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন বলেন, হাসপাতালে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ১৮৭ ও করোনা উপসর্গ নিয়ে ৯৩ মোট ২৮০ জন ভর্তি রয়েছে।
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, জেলার সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ধারনা করা হচ্ছে ভারতীয় ডেল্টা ভাইরাস জনিত কারণে এটা হচ্ছে। করোনা উপসর্গ নিয়ে দেরীতে চিকিৎসা নিতে আসা ও দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভোগা ৫০বছরের উপরের মানুষের মৃত্যু বেশি হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ২২০জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৭৭ শতাংশ।
চলমান বিধিনিষেধে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। কোন ভাবেই স্বাস্থ্যবিধি মানছেন তারা। এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ৬৩জনের কাছ থেকে ৪৩ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কুষ্টিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।