করোনায় ও উপসর্গে কুষ্টিয়ায় ১০ জনের মৃত্যু
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ২১:৪১
করোনা ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও ১০ জন। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়।
শুক্রবার (১৬ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন রোগী। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২১৯ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৬১ জন।
নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ১০২ জন, দৌলতপুরে ৪৫ জন, কুমারখালীতে আটজন, ভেড়ামারায় ২৬ জন, মিরপুরে ১৬ জন ও খোকসা উপজেলায় ছয়জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৬৭৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৫ জন। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮০ জনে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কুষ্টিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।