কুষ্টিয়ায় ১৫০টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২১ জুলাই ২০২১, ২৩:৪৬
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে কুষ্টিয়ার ১৫০ মসজিদে ঈদুল আযহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদে ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে মুক্তি দানে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়।
এ ছাড়াও দৌলতপুর, মিরপুর, কুমারখালী, খোকসাসহ কুষ্টিয়ার ৬টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ঈদুল আযহার কয়েক দফায় নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মুসুল্লিরা পশু কোরবানিতে অংশ গ্রহণ করে।
ছবি আছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কুষ্টিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।