কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৭

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ০৬:০৩

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৭

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ৪ জনের করোনা পজেটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিল। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আশরাফুল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৭৭ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৭ জন উপসর্গ নিয়ে মোট ২২৪ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ১৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮% শতাংশ। এদিকে, ১৪ দিনের লকডাউনের ৯ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোন বাঁধায় মানতে চাচ্ছে না যেকোনো অজুহাতে শহরে প্রবেশ করছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। আর শুক্রবার দিনভর অভিযান চালিয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারী ৯১ জনের কাছ থেকে ৪৯ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কুষ্টিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top