কুষ্টিয়া পুলিশ সুপারের ২শ দরিদ্র ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ২ আগষ্ট ২০২১, ২৩:৫৫
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তকায়নকালীন কুষ্টিয়া জেলার ভ্যান, রিকশা ও ইজিবাইকগণ সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ে।
রবিবার মানবিক দিক বিবেচনা করে কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া ২’শত জন দরিদ্র ভ্যান, রিকশা ও ইজিবাইক চালকদের মাঝে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সের বাস্কেট মাঠ প্রাঙ্গণে মানবিক ত্রাণ সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কুষ্টিয়া অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা এবং ডিবি, ডিএসবি, ট্রাফিক পুলিশসহ কুষ্টিয়া জেলা পুলিশের অফিসার ফোর্সগণ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কুষ্টিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।