শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

মন্দির ভাংচুর ও হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১২ আগষ্ট ২০২১, ২২:১৫

মন্দির ভাংচুর ও হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

লক্ষ্মীপুরে বুধবার বিকালে প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির ভাংচুর ও হামলার প্রতিবাদে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ এর উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

১ঘন্টা স্থায়ী এই মানববন্ধনে বিভিন্ন শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শ্যামসুন্দর জিউড় আঁকড়া থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি এড.রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ(টাউন), যুগ্ম আহবায়ক ও জেলা যুব পরিষদের সভাপতি শিমুল সাহা, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি অরুণ পোদ্দার, সাধারণ সম্পাদক স্বপন মজুমদার প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top