বৃষ্টিপাত ছাড়াই তিস্তার পানি বেড়েছে ৪৫ সেন্টিমিটার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ১৮:৪০
কোনো ভারী বৃষ্টিপাত ছাড়াই তিস্তার পানি বেড়েছে ৪৫ সেন্টিমিটার একদিনেই। পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৯টায় তিস্তা দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আগের দিন একই পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। একদিনেই তিস্তার পানির হঠাৎ বৃদ্ধিতে নদীপাড়ের মানুষ মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে ব্যারাজ পয়েন্টের পানি পরিমাপকারী রুহুল আমিন বলেন, হয়তো ভারতে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সে কারণেই পানি হয়তো উজান থেকে আসছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: তিস্তা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।