মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ০১:২১

মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিক নিহত

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে দুর্ঘটনায় পতিত হয়ে আব্দুল মান্নান শেখ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন লোহানীপাড়ার আব্দুল বারেক শেখের পুত্র।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্যপাড়া পাথর খনির আন্ডার গ্রাউন্ডে রাত্রিকালীন শিফট ডিউটি করা কালে অসাবধানতা বশতঃ মাথায় পাথর পড়ে আব্দুল মান্নান শেখ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জিটিসির এ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিয়ে মারা যায়। পাথর খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে আন্ডার গ্রাউন্ডের স্পিল এন্ড ওয়াটার রিমুভ্যাল শ্রমিক হিসেবে কাজ করছিল।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top