মৌলভীবাজারে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত তিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৭

মৌলভীবাজারে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত তিন
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন তিন জন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসস্ট্যান্ডের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের পাঠানো হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি মাইক্রোবাস ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার বাসস্ট্যান্ডের রেললাইন ক্রস করছিলো। এমন সময় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মৌলভীবাজার কুলাউড়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।