শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৭

লক্ষ্মীপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুরে সাধারণ মানুষের হয়রানি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিতে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বর এলাকায় ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের উদ্বোধন করেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এ সময় ডিআইজি বলেন, সাধারণ মানুষের হয়রানী কমিয়ে আনতে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু হওয়ায় আইন মানার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে। ইউসিবিএল ব্যাংকের যে কোন বুথ বা মোবাইল ক্যাশের মাধ্যমে টাকা জমা দিয়ে স্পট থেকেই কাগজপত্র নিতে পারবেন সাধারণ মানুষ।

এসময় পুলিশ সুপার এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গাড়ির চালকরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top