লক্ষ্মীপুরে নার্স সেজে হাসপাতাল থেকে নবজাতকে চুরি করে নিয়ে যাওয়ার সময় নারী আটক
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৮
লক্ষ্মীপুরে নার্স সেজে হাসপাতাল থেকে ৩ দিনের এক নবজাতক শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় রিমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে জেলা শহরের নোভা ট্রমা সেন্টার এন্ড জেনারেল (প্রা:) হসপিটাল এ ঘটনা ঘটে।
ভিকটিম শিশু সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সুমনের নবজাতক সন্তান। রবিবার বেলা ১১ টায় হঠাৎ নার্স বেশে এক নারী তাদের কক্ষে প্রবেশ করে। এসময় শিশুটিকে চিকিৎসককে দেখানোর কথা বলে নার্সের এপ্রোন খুলে কোলে নিয়ে বের হয়ে যায় ওই নারী। পরে শিশুটির নানী পিছু নেন তার। এক পর্যায়ে শিশুটিকে নিয়ে ওই নারী রিক্শাযোগে পালিয়ে যাওয়ার সময় নানী চোর চোর বলে চিৎকার করে উঠেন। পরে হাসপাতাল সংলগ্ন জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা হাসপাতালে ছুটে আসে। এসময় সিসি টিভির ফুটেজ দেখে চুরির দৃশ্য ধরা পড়ে।
এদিকে হাসপাতাল পরিচালনা পরিষদের সদস্য ডা. জয়নাল আবদিন, চুরি হওয়া নবজাতককে তাৎক্ষনিক উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মনে হচ্ছে একটা সিন্ডিকেট রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।