ওয়াসার পাইপে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত, বন্ধ নৌ চলাচল
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪১
খুলনা ওয়াসার পাইপে বাগেরহাটের ফকিরটারে ভৈরব নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। পাইপের কারণে পলি পরে নাব্যতা সংকটও তৈরি হয়েছে নদীটিতে। পানির নিচের পাইপ ও উপরে দেওয়া লোহার পাতে ভৈরব নদী থেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে ভৈরব নদীর খননের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী।
২০১৯ সালের ৩০ জুলাই খুলনা মহানগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য খুলনা ওয়াসা বাগেরহাট জেলার মোল্লাহাটের মধুমতি নদী থেকে পানি নেওয়া শুরু করে। ৪৫ কিলোমিটার দূর থেকে পানি নেওয়ার জন্য বৃহদাকার পাইপ ব্যবহার করে প্রতিষ্ঠানটি। ফকিরহাটের ভৈরব নদী অতিক্রম করার সময় মাটির তলদেশ থেকে না নিয়ে, পানির মধ্য থেকে পাইপটি নেওয়া হয়। সাড়ে পাঁচ ফুট উঁচু ওই পাইপটি নদীর অর্ধেক মেরে ফেলে।
এছাড়া নদীতে পানি চলাচলের স্বাভাবিক গতি প্রবাহ হ্রাস পাওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে পানি জমে পচে যাচ্ছে খেতের ফসল। নদীর পানি আটকে মাছের ঘের ডুবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষিরা। সামান্য বৃষ্টিতেও পানি নামতে না পেরে নিম্ন এলাকার বসতবাড়ি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ডুবে যায় বলে জানা যায়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, আমি নিজে গিয়ে দেখে এসেছি। এ বিষয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে। এছাড়া অন্য কোনো এলাকায় এ ধরনের সমস্যা হচ্ছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ্ বলেন, সমস্যা সমাধানে কার্যক্রম শুরু করছি। যত দ্রুত সম্ভব কাজ শেষ করব যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। চলতি অর্থ বছরের মধ্যে পাইপটি নদীর তলদেশ দিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।