শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে ভূমি দস্যু জিল্লুরের বিরুদ্ধে ভুক্তভুগি পরিবারের মানববন্ধন

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০৫

লক্ষ্মীপুরে ভূমি দস্যু জিল্লুরের বিরুদ্ধে ভুক্তভুগি পরিবারের মানববন্ধন

লক্ষ্মীপুরে চিহ্নিত ভূমি দস্যু জিল্লুর রহিমের অত্যাচারে ভুক্তভুগি ৪ গ্রামের মানুষ তাদের ২০০ একর জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের ভুক্তভুগি ৪০ পরিবার বাসিন্দারা লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে ভুক্তভুগিরা বলেন, জিল্লুর রহিম এলাকার নিরীহ মানুষের জমি রেকর্ড ঠিক করে দিবে বলে টাকা ও জমির দলিল হাতিয়ে নেয়। কয়েক মাস পরে সে ঐ জমি নিজের বলে জোর করে ভোগ করে। নানা ভাবে সে প্রতারণা করে নিজের ও স্ত্রীর নামে ২০০ একর জমি রেকর্ড করে নিয়েছেন। পরে ঐ জমি গুলি সে নদী ভাঙা পরিবারের কাছে ভুয়া দলিল দিয়ে জমি বিক্রি করে। তাছাড়া সে নিজের জমি বিক্রি করার কয়েক দিন পর ঐ জমি নিজের দাবী করে। কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে হয়রানি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূক্তভোগী ফারুক হোসেন, জাবেদ হোসেন, মারজাহান, নাজমা বেগম, আয়েশা বেগম, আবদুর রহমান, আবুল কালাম, সাইফুল ইসলাম, আবুল বাশারসহ ভুক্তভুগি পরিবারের সদস্যবৃন্দ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top