• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বৃক্ষ নিধন করে বহুতল ভবন নির্মাণ করার জন্য কুষ্টিয়া গণপূর্ত ও সওজের বিরোধ

কুষ্টিয়া থেকে | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

বৃক্ষ নিধন করে বহুতল ভবন নির্মাণ করার জন্য কুষ্টিয়া গণপূর্ত ও সওজের বিরোধ

তিন দশকের বেশি সময় আগে গণপূর্ত যে বাগানে গাছ লাগিয়েছে, সেই বাগানে ভবন নির্মাণের জন্য সাইনবোর্ড টাঙিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। একই জায়গার মালিকানা দাবি করছে সরকারের এ দুটি প্রতিষ্ঠান। এ নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। এদিকে বন বিভাগের কোনো অনুমতি ছাড়াই ভবন নির্মাণের জন্য গাছ কাটার আয়োজন চলছে।

গাছ কেটে ভবন করার বিষয়ে সওজ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের সব জমির মালিক সড়ক বিভাগ। আমাদের নামে জমির রেকর্ড রয়েছে। নিয়মিত খাজনা দিয়ে আসছি। আমাদের জমিতে আমরা ভবন করছি, এতে তো কারও অসুবিধা হওয়ার কথা নয়। গণপূর্ত এর আগে মামলা করলেও আদালত তা খারিজ করে দেন। নতুন করে একটি মামলা চললেও আদালত কোনো আদেশ দেননি। চলতি মাসের ১৯ তারিখ শুনানির সময় নির্ধারণ রয়েছে।’

অনুমতি না নিয়ে সড়ক বিভাগের রাজশাহী অফিসের প্রকৌশলী জাহাঙ্গীর ফিরোজ বলেন, জায়গা নিয়ে মামলার বিষয়টি জানা নেই। সওজের আবেদনের পরিপ্রেক্ষিতে গাছকাটার দরপত্র আহ্বান করা হয়েছে। তবে যদি আদালতের কোনো বিধিবিধান থাকে এবং সেই ধরনের কোনো চিঠি থাকে, বিষয়টি দেখা হবে। জানতে চাইলে কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো. সোয়েব খান বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী বন বিভাগ গাছ কাটার বিষয়ে সবকিছু করবে। এ ব্যাপারে সওজ কোনো কিছুই জানায়নি।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আক্তারুজ্জামান মাসুম বলেন, ‘আদালতে গণপূর্ত থেকে একটি মামলা করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর আদালতে শুনানি হবে। কিছু ডকুমেন্ট চেয়েছি। যেখানে ভবন হবে, সেখানে বাগান আছে। তাই দুই দপ্তরের কর্মকর্তারা বসলে এর সহজ সমাধান হয়ে যায়।’

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: কুষ্টিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top