সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

তিনদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২২:০০

ছবি: সংগৃহীত

সারাদেশ প্রায় বৃষ্টিহীন হওয়ায় অস্বস্তিকর গরমে কষ্ট পাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ছাড়া সারাদেশ ছিল বৃষ্টিহীন। সিলেট ও শ্রীমঙ্গলে বৃষ্টি হয়েছে মাত্র ৫ মিলিমিটার করে। রংপুরে সামান্য বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুরে, ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না থাকায় শরতের এই তাপমাত্রাই সৃষ্টি করেছে অস্বস্তিকর অবস্থার।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সেইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top