আমিনবাজারে ট্রলারডুবি, নিহত ৩ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ২১:৫৫
রাজধানীর আমিনবাজার এলাকার তুরাগ নদীতে বাল্কহেডের ধাক্কায় শ্রমিকবাহী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে তিন জনের লাশ। এখনো নিখোঁজ রয়েছে চারজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তি ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান মাহফুজ বলেন, সকালে তুরাগ নদীর উত্তরপাশ আমিন বাজার থেকে গাবতলী ল্যান্ডিং স্টেশনে একটি ট্রলারযোগে কাজে যাচ্ছিলেন ১৮ শ্রমিক। যাদের অধিকাংশই নারী শ্রমিক ও তাদের শিশু সন্তান। তারা ল্যান্ডিং স্টেশনের পাশে কয়লার ডিপোতে কাজ করতেন। কাজের সময় ওই শ্রমিকদের শিশুদের পাশে বসিয়ে রাখতেন। তুরাগ নদী পারাপারের সময় হঠাৎ একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় শ্রমিকবাহী ট্রলারটি। এসময় দুই নারী ও পাঁচ শিশু তলিয়ে যায় বাকিরা সাঁতরে উঠে আসে তীরে। এখনও ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এই ট্রলার ডুবির ঘটনায় ৬ থেকে ৭ জন নিখোঁজ রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।