বাড়ছে তিস্তার পানি, রেড অ্যালার্ট জারি

লালমনিরহাট থেকে | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২৩:২৩

বাড়ছে তিস্তার পানি, রেড অ্যালার্ট জারি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে। এ সময় ভেঙে গেছে তিস্তা ব্যারাজের ফ্লাড বাইপাস সড়ক।

বুধবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভেঙে যায় ওই বাইপাস সড়ক। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রংপুর-বড়খাতা সড়কের যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় রেড অ্যালার্ট (লাল সংকেত) জারি করে তিস্তার আশপাশের মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত থেকে তিস্তার পানি বেড়ে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হয়েছে ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ওই পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে ৫৩ দশমিক ২০ সেন্টিমিটার ওপর দিয়ে। যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে। ক্রমেই বাড়ছে তিস্তার পানি ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top