ময়মনসিংহে করোনাশূন্য একটি দিন

ময়মনসিংহ থেকে | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০৫:২৭

ময়মনসিংহে করোনাশূন্য একটি দিন

করোনার দ্বিতীয় ঢেউ আসার পর প্রথমবারের সংক্রমণ ও মৃত্যুহীন একটি দিন পার করেছেন ময়মনসিংহবাসী। প্রায় ৬ মাস পর গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। সেই সাথে নতুন করে কারো আক্রান্তের খবরও পাওয়া যায়নি।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন, 'দীর্ঘদিন পর বুধবার মমেক হাসপাতালে করোনা ইউনিট মৃত্যুহীন একদিন পার করেছে। বর্তমানে হসপাতালের আইসিইউতে ৪ জনসহ করোনা ইউনিটের মোট ৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন।'

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top