কুয়াকাটায় রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

পটুয়াখালী থেকে | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০১:২৩

কুয়াকাটায় রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু

অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। বুধবার (১৭ নভেম্বর) রাত বারোটা এক মিনিটে সতেরো জোড়া যুগল প্রতিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় শাক, উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১২ টা ১ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে থাকবে পরদিন দুপুর ১ টা ৪৭ মিনিট পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে শুক্রবার কাকাডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান করবে সনাতনীরা। তাই বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু-সন্যাসী,পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড় জমতে শুরু করেছে।

তবে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবারও হচ্ছেনা মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব চলবে ৫ দিন। কলাপাড়া শ্রী শ্রী মদমোহন সেবাশ্রম মন্দিরের রাস উৎসব কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দাশ বলেন, ইতোমধ্যে মন্দির প্রাঙ্গণে দোকানিরা বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে। এছাড়া পুরো মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top