রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

সোনারগাঁয়ে জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় যান চলাচল বন্ধ, জনতায় হুড়োহুড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৪৮

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে একটি জাহাজ থেকে ভোজ্যতেল আনলোড করার সময় পাইপ ফেটে বিপুল পরিমাণ তেল সড়কে ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যান চলাচল ব্যাহত হয়, অন্যদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে উৎসুক জনতার মধ্যে হুড়োহুড়ি সৃষ্টি হয়েছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে পাইপের মাধ্যমে টিকে গ্রুপের সয়াবিন তেল আনলোড করা হচ্ছিল। হঠাৎ পাইপ ফেটে গেলে তেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে রাস্তার তেল সংগ্রহ করতে লোকজন বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে আসলে দ্রুত তেল সরবরাহের লাইন বন্ধ করে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, “জাহাজ থেকে তেল নামানোর সময় পাইপ ফেটে তেল রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে এটিকে জ্বালানি তেল মনে করে আতঙ্কিত হন, কেউ কেউ বিস্ফোরণের গুজব ছড়ান। তবে কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটেনি, এটি সম্পূর্ণ ভোজ্যতেল।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top